সৌদি প্রো লিগ : আল-হিলালের কাছে পয়েন্ট হারাল আল-নাসর
রিয়াদ, ২ নভেম্বর ( হি.স.): সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে আল হিলাল ও আল-নাসর এই দুই দলের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের প্রথম মিনিটে তলিস্কার গোলে আল নাসর এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে আল-হিলালকে সমতায় ফেরান মিলিনকোভিচ স্যাভিচ। ৯ ম্য
সৌদি প্রো লিগ : আল-হিলালের কাছে পয়েন্ট হারাল আল-নাসর


রিয়াদ, ২ নভেম্বর ( হি.স.): সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে আল হিলাল ও আল-নাসর এই দুই দলের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের প্রথম মিনিটে তলিস্কার গোলে আল নাসর এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে আল-হিলালকে সমতায় ফেরান মিলিনকোভিচ স্যাভিচ।

৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আল হিলাল। সমান ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর। ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল ইত্তিহাদ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande