সতর্কতা সচেতনতা সপ্তাহ : পিআইডিপিআই-এর ওপর সচেতনতা গ্রামসভা পাওয়ার গ্রিডের
সতর্কতা সচেতনতা সপ্তাহ : পিআইডিপিআই-এর ওপর সচেতনতা গ্রামসভা পাওয়ার গ্রিডের
পিআইডিপিআই-এর ওপর সচেতনতা গ্রামসভা পাওয়ার গ্রিডের


হাইলাকান্দি (অসম), ২ নভেম্বর (হি.স.) : এক সপ্তাহব্যাপী সতর্কতা সচেতনতামূলক কৰ্মসূচির অধীন পাওয়ার গ্রিড শিলচর এবং বদরপুর উপকেন্দ্রের উদ্যোগে আজ শনিবার পাবলিক ইন্টারেস্ট ডিসক্লোজার্স অ্যান্ড প্রটেকশন অব ইনফরমার সংক্ষেপে পিআইডিপিআই-এর ওপর এক সচেতনতা গ্রামসভার আয়োজন করা হয়েছে।

এদিন আলগাপুর ব্লক ডেভেলপমেন্ট অফিস প্রাঙ্গণে পাওয়ারগ্রিড, শিলচর ও বদরপুর কৰ্তৃক সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিত গ্রামসভায় পিআইডিপিআই অভিযোগ সম্পর্কে সচেতনতা এবং পিআইডিপিআই অভিযোগ দায়ের করার নির্দেশিকাগুলি সম্পর্কে বিশদে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

তাঁদের কথায়, সমৃদ্ধশালী দেশ গঠনের ক্ষেত্রে দুর্নীতি ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। আজকের গ্রামসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগাপুরের সার্কল অফিসার আরিফ আহমদ চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগাপুরের বিডিও দেবাংশু পাল, আলগাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি এমআর লস্কর, জিপি সচিব ইমরান হোসেন লস্কর, এএসআরএলএমের বিপিএম ইনচার্জ বিক্রমজিৎ সরকার। অনুষ্ঠানের আয়োজক বদরপুর পাওয়ার গ্রিডের জেনারেল ম্যানেজার এনএম সিঙের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে গ্রামসভা সম্পন্ন হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande