সাব্রুম (ত্রিপুরা), ২ নভেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লকের বিবেকানন্দ পল্লী সাব সেন্টার যার নতুন নামকরণ হয় আয়ুষ্মান আরোগ্য মন্দির। সেই সাব সেন্টারে জনগণকে চিকিৎসা পরিষেবা প্রদান সম্পর্কিত বিষয় নিয়ে এনকোয়াস সার্ভে হয় শনিবার। মূলত ভারত সরকার প্রদত্ত যে মানদণ্ড সেটি বাস্তবায়ন সংক্রান্ত পর্যবেক্ষণ করার লক্ষ্যে এদিন কেন্দ্রীয় দল এই সাব সেন্টারটিতে আসেন।
জানা গিয়েছে, এই কর্মসূচীতে বেশ কয়েকটি ধাপে স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা প্রদান সংক্রান্ত বিষয়ের পর্যবেক্ষণ হয়ে থাকে। মহকুমা, জেলা এবং রাজ্য স্তরের পর্যবেক্ষণের পর দেশের অন্য রাজ্যের স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিরা উপস্বাস্থ্য কেন্দ্রের গুণগত মান পর্যবেক্ষণ করেন। সমস্ত রকমের পরীক্ষায় উত্তীর্ণ উপ-স্বাস্থ্য কেন্দ্র এনকোয়াস সার্টিফিকেটের অধিকারী হয় এবং নানাহ সরকারি সহযোগিতা পেয়ে থাকে স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করার জন্য।
আজকের এই পর্যবেক্ষণে কেন্দ্রীয় দলে উপস্থিত ছিলেন ডাঃ প্রাঞ্জল প্রতিম গগৈ এবং ডাঃ বিরাজ চন্দ্র পাল। প্রতিনিধি দল সবার জন্য স্বাস্থ্য এই স্লোগানের বাস্তবায়ন কতটা কার্যক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে সুচারু দৃষ্টিপাত করেন। জেলা স্বাস্থ আধিকারীদের মধ্যে আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডাঃ বিতান সেনগুপ্ত, ডাঃ অলক দাস এবং ডঃ সৌমিক হাজরা
আধিকারিকরা জানান বর্তমানে সাব্রুম মহকুমায় মোট চারটি উপ-স্বাস্থ্য কেন্দ্র এনকোয়াস সার্টিফিকেট লাভ করে। আজকের এই পর্যবেক্ষণে উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা প্রদান কর্মসূচি দেখে খুশি প্রতিনিধি দল। জেলার নোডাল অফিসাররা জানান গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে জেলা স্বাস্থ্য দপ্তরের এই প্রয়াস জারি থাকবে আগামীতেও। এলাকার সমাজসেবী তাপস লোধ বলেন ভারত সরকারের স্বাস্থ্যপরিষেবা দিন দিন উন্নত থেকে উন্নততর হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das