বোল্লা রক্ষা কালী মন্দিরে শুরু হল বার্ষিক পূজা, সোনা-রুপোর অলংকারে সজ্জিত মা
বালুরঘাট, ২২ নভেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী মন্দিরে শুক্রবার থেকে শুরু হল বার্ষিক পূজো। বোল্লা গ্রামে প্রতি বছর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার এই পূজা অনুষ্ঠিত হয়। আজকের পূজোতে মায়ের সোনালী ও রূপালী অলংকারে সজ্
কালীপুজো


বালুরঘাট, ২২ নভেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী মন্দিরে শুক্রবার থেকে শুরু হল বার্ষিক পূজো। বোল্লা গ্রামে প্রতি বছর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার এই পূজা অনুষ্ঠিত হয়। আজকের পূজোতে মায়ের সোনালী ও রূপালী অলংকারে সজ্জিত করা হয়েছে। এবার মা রক্ষাকালীকে প্রায় ৩০ কেজি সোনা ও রূপোর অলংকার পরানো হবে, যার মধ্যে রয়েছে ১২০ গ্রাম সোনার জিহবা, ৫ কিলো ওজনের রুপোর নুপুর, হিরে বসানো সোনার টিপ ও আট ফুট দীর্ঘ রূপোর নরমুন্ড মালা।

এছাড়াও, এবছর প্রথমবারের মতো মন্দিরে সারাবছর ধরে পূর্ণার্থীদের জন্য সাড়ে তিন কিলো রূপো দিয়ে তৈরি করা হয়েছে বোল্লা কালির মুখ, যা স্থায়ীভাবে রাখা হবে মন্দিরের বেদীতে। প্রতি বছর পুজোয় সোনালী ও রূপালী অলংকার জমা পড়লেও এবার মন্দিরের নতুন মুখ সবার নজর কেড়েছে।

প্রাচীন এই পুজার ইতিহাস প্রায় ৪০০ বছরের। জনশ্রুতি অনুযায়ী, এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের রূপ শিলাময় মূর্তি উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করেন। ১৯২০ সালে, ইংরেজ আমলে মুরারিমোহন চৌধুরী মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, পরবর্তীতে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারেই মায়ের পূজো শুরু হয়, যা আজও চলে আসছে।

বোল্লা রক্ষা কালী মন্দিরের পূজায় দেশ ও বিদেশের বহু পূর্ণার্থী হাজির হন, যারা মায়ের কাছে মানত করেন। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও মায়ের পুজোতে অংশ নেন, যা এই পূজাকে একটি সম্প্রতি ঐক্যের নিদর্শন হিসাবে চিহ্নিত করে।

এছাড়া, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি টিভি নজরদারির পাশাপাশি উর্দিধারী এবং সাদা পোশাকের পুলিশ মেলার প্রাঙ্গনে অবস্থান করছে। জেলা প্রশাসন ও পুলিশ সুপার এদিন মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন।

এ বছরও বোল্লা কালী পূজার দিন প্রায় দশ হাজার পাঠাবলি হওয়ার আশা করা হচ্ছে। পূজা কমিটির সদস্যরা জানিয়েছেন, গত কয়েক বছরে যেমনই ছিল, এবছরও মন্দিরে পূজার প্রবাহ অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande