নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফলে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি বলেন, এনডিএ-কে ঐতিহাসিক রায় দেওয়ার জন্য আমার মহারাষ্ট্রের ভাই ও বোনদের, বিশেষ করে রাজ্যের যুবক ও মহিলাদের আন্তরিক কৃতজ্ঞতা। তিনি জনগণকে আশ্বাস দিয়ে বলেন, আমাদের জোট মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাবে।
দলের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। লেখেন, তাঁরা (দলীয় কর্মীরা) কঠোর পরিশ্রম করেছেন, জনগণের মধ্যে গেছেন এবং আমাদের সুশাসনের এজেন্ডা বিশদভাবে তুলে ধরেছেন।
ঝাড়খণ্ডে জনসমর্থনের জন্যও প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, জনগণের সমস্যা তুলে ধরতে এবং রাষ্ট্রের জন্য কাজ করতে আমরা সব সময় এগিয়ে থাকব। তিনি জেএমএম নেতৃত্বাধীন জোটকেও অভিনন্দন জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ