সোভিমা, ২৯ নভেম্বর (হি.স.) : আধিপত্য বজায় রেখেই অনূর্ধ্ব - ১৯, কোচবিহার ট্রফিতে জয়ী বাংলা। দ্বিতীয় দিনের খেলায় এই ফলাফল। বল ও ব্যাট দু তরফে জয়জয়কার। এর সুবাদেই ইনিংস ও ২০৬ রানে নাগাল্যান্ডের বিপক্ষে সফর কারী বাংলা দলের জয়। এই নিয়ে একটানা চারটি খেলায় জিতে ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলা দল। বই - গ্রুপের শীর্ষে পৌঁছেছে। যদিও অল্পের জন্য শতরান হাতছাড়া - অভিষেক ম্যাচে ৯৯ রানে আউট সৌম্যদীপ মান্না। আদিত্য রায় ৬৪ রান তুলেছে অভিষেক ম্যাচে। ব্যাটিংয়ে সাফল্যের পর বল হাতে ও সফল বিশাল ভাতী ৬/২, রোহিত ৩/৮, ২/১৩, দেবাংশু পাকিরা ১/১, ২/১৭ এবং অভিষেক ম্যাচে শিবম ভারতী ৩/১৬ - তে বিপক্ষ দলকে বিপাকে ফেলে দেয়। ঘরের মাঠে নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৫৯ রানে শেষ হয়ে যায়। এদিকে, বাংলা দল প্রথম ইনিংসে বড় রানের পর দান ছেড়ে দেয়। তাদের দলগত স্কোর - ৩০৫/৭। উল্লেখ্য, বাংলার বিরুদ্ধে নাগাল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে সংগ্রহ ১০৯ রান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত