সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে বাংলা দল মধ্যপ্রদেশের কাছে পরাজিত 
রাজকোট, ২৯ নভেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশের কাছে রাজকোটের খেলায় সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে ছয় উইকেটে বাংলা দল পরাজিত। । শুক্রবার মধ্যপ্রদেশ ও বাংলা দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গুজরাটের মাটিতে এ নিয়ে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে বাংলা দল মধ্যপ্রদেশের কাছে পরাজিত 


রাজকোট, ২৯ নভেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশের কাছে রাজকোটের খেলায় সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে ছয় উইকেটে বাংলা দল পরাজিত। । শুক্রবার মধ্যপ্রদেশ ও বাংলা দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গুজরাটের মাটিতে এ নিয়ে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। ২০ ওভারে এই খেলায় বাংলার সংগ্রহ নয় উইকেটে ১৮৯ রান। করন লাল - ৪৪, শাহবিজ আহমেদ - ৩৭, শাকির হাবিব গান্ধী - ৩১ ও দলের অধিনায়ক সুদীপ কুমার ঘরামি - ২৯ রান করে ও জয় ঘরে তুলতে ব্যর্থ। এই খেলায় জিততে মধ্যপ্রদেশের বোলার শিবম শুক্লা ৪ টি বাংলার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এর জবাবে ১৯.৪ ওভারে মধ্যপ্রদেশ ৪/১৯০ রান তুলে জয় সুনিশ্চিত করেছে। এদিকে, রজত পতিদার ৬৮ রান করে। ব্যাক্তিগতভাবে বাংলার দুই বোলার সায়ন ঘোষ ও কণিষ্ক শেঠ দুটি করে উভয়েই তুলে নিয়েছে বিপক্ষের উইকেট। আগামী রবিবার পরবর্তী খেলায় মেঘালয়ের বিরুদ্ধে নামছে বাংলার ক্রিকেটাররা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande