ক্রাইস্টচার্চ, ২৯ নভেম্বর (হি.স.): ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ৩১৯ রান করেছিল নিউজিল্যান্ড। শুক্রবার দ্বিতীয় দিনে তারা আর ২৯ রান যোগ করে ৩৪৮ রানে অল আউট হয়ে যায় । এরপর বল হাতে দারুণ শুরু করেছিলো নিউজিল্যান্ড। ৭১ রানে ৪ উইকেট ফেলে দিয়েছিল ইংল্যান্ডের।
তবে এখান থেকে হ্যারি ব্রুকের হার না মানা শতক, আর অলি পোপের অর্ধশতকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড।
ক্রাইস্টচার্চে শুক্রবার দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩১৯ রান। হ্যারি ব্রুক ১৩২ এবং বেন স্টোকস ৩৭ রানে অপরাজিত আছেন।
হ্যারি ব্রুক ও অলি পোপ, এই দুই জন মিলে গড়েন ১৫১ রানের জুটি। ৭৭ রান করে ফেরেন পোপ। এখনও ইংল্যান্ড পিছিয়ে আছে ২৯ রানে।
নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার নাথান স্মিথ। ৮৬ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন সাউদি, হেনরি এবং ওরউরকে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি