নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.) : দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে ফের চমক দিলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। এবার দলিত শ্রেণীর জন্য ডঃ আম্বেদকর স্কলারশিপের ঘোষণা করলেন কেজরিওয়াল।
শনিবার এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আমি নিশ্চিত করতে চাই, দলিত সম্প্রদদায়ের কেউ যেন উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এর জন্য আমি ডক্টর আম্বেদকর বৃত্তি ঘোষণা করছি। এখন দলিত সম্প্রদায়ের যে কোনও ছাত্র যারা বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে চায়, দিল্লি সরকার ছাত্রদের ভর্তির পরে তাদের খরচ বহন করবে এই বৃত্তিটি দলিত সম্প্রদায়ের সরকারি কর্মচারীদের জন্যও প্রযোজ্য হবে... আমরা বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উত্তর দিচ্ছি যারা ডঃ আম্বেদকর স্কলারশিপ ঘোষণা করে ডঃ বিআর আম্বেদকরকে অসম্মান করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / রাকেশ