কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বে এনইসির প্লেনারি  অধিবেশন চলছে আগরতলায়
আগরতলা, ২১ ডিসেম্বর (হি.স.) : শনিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে শুরু হল উত্তর-পূর্বাঞ্চল পরিষদের তথা এনইসি'র প্লেনারি সেশন। এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনইসির চেয়ারম্যান অমিত শাহ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, উত
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী


আগরতলা, ২১ ডিসেম্বর (হি.স.) : শনিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে শুরু হল উত্তর-পূর্বাঞ্চল পরিষদের তথা এনইসি'র প্লেনারি সেশন। এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনইসির চেয়ারম্যান অমিত শাহ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার সহ কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা।

উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষ্মীর সার্বিক উন্নয়নকে লক্ষ্য রেখে শনিবার থেকে রাজধানীর প্রজ্ঞাভবনে শুরু হল উত্তর পূর্বাঞ্চল পরিষদ তথা এনইসির প্লেনারি অধিবেশন। এই বৈঠকের উদ্বোধন করেন এনইসির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত রয়েছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এই মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট রাজ্যগুলির উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিন বৈঠক শুরুর আগে এনিসির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে সাদর অব্যর্থনা জ্ঞাপন করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপস্থিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের স্বাগত জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। প্লেনারি অধিবেশনের শুরুতেই বিগত অধিবেশনের গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলির উন্নয়নে এনএসসির বৈঠকে যে সমস্ত পরিকল্পনাগুলি গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনাগুলির বাস্তবায়ন নিয়েও চুলচেরা বিশ্লেষণ করা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande