নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): কনকনে শীতে কাঁপছে দেশের জাতীয় রাজধানী। মাত্রাতিরিক্ত ঠান্ডায় জনজীবন কার্যত বিপর্যস্ত। রবিবারও হাড়কাঁপানো ঠান্ডা দিল্লিতে। এদিন সকাল ৭ টায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার প্রায় সারাদিন সর্বনিম্ন তাপমাত্রা এটাই থাকবে বলে জানা গেছে হাওয়া অফিস সূত্রে।
এদিকে দিল্লিতে এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশ ও উত্তর ভারতের একাধিক জায়গায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ