(আপডেট) শনিবার সকালে কংগ্রেস সদর দফতর থেকে শুরু হবে মনমোহন সিংয়ের শেষযাত্রা: কে সি বেনুগোপাল
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ শনিবার সকাল ৮টায় কংগ্রেস সদর দফতরে নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ মানুষ এবং কংগ্রেস কর্মীরা সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে শ্রদ্ধা জানাতে পারবেন। তারপর কংগ্রেস
মনমোহন সিং


নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ শনিবার সকাল ৮টায় কংগ্রেস সদর দফতরে নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ মানুষ এবং কংগ্রেস কর্মীরা সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে শ্রদ্ধা জানাতে পারবেন। তারপর কংগ্রেস সদর দফতর থেকে তাঁর শেষ যাত্রা শুরু হবে। এই বিষয়ে জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। তিনি বলেন, মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দিল্লিতে কংগ্রেস সদর দফতরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হবে।

উল্লেখ্য, দিল্লির এইমস-এ প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে এইমস-এ নিয়ে আসা হয়েছিল মনমোহন সিংকে, চিকিৎসকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। এইমস-এ চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। এইমস-এর পক্ষ থেকে জানানো হয়, গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি বার্ধ্যকজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাড়িতে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন। রাত ৮.০৬ মিনিট নাগাদ তাঁকে নতুন দিল্লির এইমস-এ মেডিকেল ইমার্জেন্সিতে আনা হয়েছিল। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি এবং রাত ৯.৫১ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের আবহ তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande