আলিপুর চিড়িয়াখানায় দর্শনার্থী ৯৮,২৭৯ চলতি বছরের ডিসেম্বরে শেষ সপ্তাহের ছবি 
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : চলতি বছরের শেষ ৫২ তম সপ্তাহে রবিবার ছুটির দিনে শীতের আমেজ গায়ে মেখে বন্যপ্রাণ দর্শনে অতীতের রেকর্ড ম্লান। আলিপুর চিড়িয়াখানায় এদিন বেলা গড়াতেই ভিড় বাড়তে শুরু করে। রবিবারের ছুটিতে লাখো ছুঁই ছুঁই টার্গেট করলেও দর্শন
রবিবার শেষ পর্যন্ত আলিপুর চিড়িয়াখানায় ভিড়


কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : চলতি বছরের শেষ ৫২ তম সপ্তাহে রবিবার ছুটির দিনে শীতের আমেজ গায়ে মেখে বন্যপ্রাণ দর্শনে অতীতের রেকর্ড ম্লান। আলিপুর চিড়িয়াখানায় এদিন বেলা গড়াতেই ভিড় বাড়তে শুরু করে। রবিবারের ছুটিতে লাখো ছুঁই ছুঁই টার্গেট করলেও দর্শনার্থীর শেষ পর্যন্ত মোট সংখ্যা হল - ৯৮,২৭৯ জন। আলিপুর জুলজিক্যাল গার্ডেন্সে কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে এই তথ্য সহ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি অব্যবহিত পরেই তা ঘোষণা করেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষের ধারণা, ইংরেজি নতুন বছরের প্রথম সপ্তাহে তা লক্ষাধিক হতে চলেছে। এমনিতেই শীতের মরসুম। কুয়াশার চাদর সরিয়ে হালকা শীতে পরিবারের সদস্যদের নিয়ে দল বেঁধে সকলেই বন্যপ্রাণ দর্শনে আলিপুরে। ওই পরিসংখ্যান আগামীদিনে রেকর্ড ম্লান করে দিতে পারে এই অনুমান রয়েছে তাদের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande