কলকাতা, ২৯ ডিসেম্বর (হি.স.) : অবশেষে বন দফতরের কর্মী সাধারণের অক্লান্ত পরিশ্রম ও সদিচ্ছার ফলশ্রুতিতেই আতঙ্কের অবসান। জঙ্গলমহল জুড়েই দাপিয়ে বেড়ানো বাঘিনী কে চতুর্থ ঘুম পাড়ানি গুলিতে কাবু করে নিশ্চিত রাজ্য বনদপ্তর। এর পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর তরফে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের সকল আধিকারিককে মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। মূলত বাঘিনী জিনাতকে সফলতার সঙ্গে উদ্ধার করার জন্য এই প্রশংসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার এক বিবৃতিতে জানান, অসাধারণ প্রচেষ্টায় মিশন সফল। তাঁদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ এবং তৎসহ পঞ্চায়েতের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের প্রতি তিনি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা প্রেরণ করেছেন। তিনি আরও বলেন, এই উদ্ধার আসলে দলগতভাবে সফলতা। বন্যপ্রাণ সংরক্ষণের প্রতি নিবেদিত প্রাণের - এই ঘটনা একটি উজ্জ্বল উদাহরণ। সকলের সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র এক বন্যপ্রাণীকেই রক্ষা করেনি, এই বাংলার প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বকেও শক্তিশালী করেছে। এই অসামান্য কাজের জন্য বনবিভাগের কর্মী বনবাসীদের সকলকেই ধন্যবাদ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত