হুগলি, ২৯ ডিসেম্বর (হি.স.) : হরিপাল মেলার দশম দিনে উপচে পড়া ভিড়। প্রত্যহ এই মেলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য আয়োজন করেছে উদ্যোক্তারা। উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখ হরিপাল মেলা - ২০২৪ শুরু হয়েছে। চলবে আগামী ১লা জানুয়ারি পর্যন্ত। হরিপাল রেল স্টেশনের পাশে লেভেলে ক্রসিং পেরিয়ে বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত মানুষের ঢল। গুরুদয়াল স্কুল মাঠে বর্ণময় অনুষ্ঠানে সামিল হরিপালের বাসিন্দারা। ওই মেলার সভাপতি তথা এ রাজ্যের কৃষি বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না বলেন, এই মেলার মাধ্যমেই সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটে। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তিনি শাসকদলের বিধায়ক। কাজেই এলাকার বাসিন্দারা স্বাভাবিকভাবেই ভিড় জমিয়েছেন। সেইসঙ্গে হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক কার্যকরী সভাপতি ডাঃ করবী মান্না এ প্রসঙ্গে জানান, বেশ কয়েক বছর ধরেই তা চলছে। এর ফলে মানুষের সমাগম বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে কবি অরুণ চক্রবর্তীর স্মরণে মঞ্চে। সদ্য প্রয়াত কবিকে শ্রদ্ধা জানিয়েছেন আয়োজকরা। এছাড়াও উস্তাদ রশিদ খানকে সম্মান জানিয়ে তাঁর নামে উৎসর্গ করা হয়েছে উস্তাদ রশিদ খান নগর। সন্ধ্যা থেকেই সেই নগরে আসর জমজমাট। যদিও পথচলতি জনতার ভিড় সামলাতে পুলিশ নাজেহাল এবং যানজট বাধছে হরিপাল লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত