বিশ্ব র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হাম্পি, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): ফিডে মহিলা বিশ্ব দাবা র‍্যাপিড চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য কোনেরু হাম্পিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার এই খেতাব জয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ওই দাবাড়ুর প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। বলেন,
বিশ্ব র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হাম্পি, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): ফিডে মহিলা বিশ্ব দাবা র‍্যাপিড চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য কোনেরু হাম্পিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার এই খেতাব জয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ওই দাবাড়ুর প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। বলেন, হাম্পির প্রতিভা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত ওকরে চলেছে।

উল্লেখ্য, নিউ ইয়র্কে বিশ্ব র‍্যাপিড এবং ব্লিটজ্‌ দাবা চ্যাম্পিয়ানশিপে মহিলাদের বিভাগে খেতাব জিতেছেন ভারতের কোনেরু হাম্পি। ইন্দোনেশিয়ার সুকান্দারকে হারিয়ে জয় নিশ্চিত করেন ৩৭ বছর বয়সী এই ভারতীয় দাবাড়ু।

প্রসঙ্গত, চিনের জু-ওয়েন-জুন-এর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একের বেশিবার তিনি এই শিরোপা জিতলেন। এর আগে ২০১৯ সালে জর্জিয়ায় এই গ্রান্ড মাস্টার শিরোপা জিতেছিলেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande