বজালিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার-বাইক সংঘৰ্ষ, হত এক
বজালিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার-বাইক সংঘৰ্ষ, হত এক
বজালিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার-বাইক সংঘৰ্ষ, হত এক


বজালি (অসম), ২৯ ডিসেম্বর (হি.স.) : বজালিতে রাস্তার পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে দুরন্ত মোটর বাইকের সংঘৰ্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইকারের। এ খবর লেখা পর্যন্ত নিহত বাইক-আরোহীর পরিচয় জানা যায়নি।

ঘটনা আজ রবিবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ এএস ১৪ এন ৪১৯৪ নম্বরের একটি মোটর বাইকের প্রচণ্ড জোরে রাস্তার পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে সংঘর্ষে ঘটে। এতে রাস্তায় ছিটকে পড়েন বাইক-চালক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছে খবর পেয়ে দ্ৰুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছে বজালি থানার পুলিশ। তাঁরা দুর্ঘটনাস্থল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী পাঠশালার মদন রাউতা সিভিল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাথায় প্রচণ্ড আঘাতের দরুন প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তার।

এদিকে পুলিশ নিহত যুবকের পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande