শীঘ্রই নামতে পারে পারদ, নতুন বছরেই বঙ্গে ফিরবে শীতের আমেজ
কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): নতুন বছরের শুরুতেই শীতের চেনা ছন্দ ফিরতে পারে পশ্চিমবঙ্গে। পৌষের মাঝামাঝি সময়ে পৌঁছে গেলেও এখনও পর্যন্ত জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। উল্টে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। বড়দিনেও তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিকের চেয়ে উপরে। আলিপুর
পারদ-পতনে শীতের আমেজ দক্ষিণবঙ্গে, জাঁকিয়ে ঠান্ডা উধাওই


কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): নতুন বছরের শুরুতেই শীতের চেনা ছন্দ ফিরতে পারে পশ্চিমবঙ্গে। পৌষের মাঝামাঝি সময়ে পৌঁছে গেলেও এখনও পর্যন্ত জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। উল্টে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। বড়দিনেও তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিকের চেয়ে উপরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইংরেজি নতুন বছরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনই নেই। আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রি নামতে পারে পারদ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি।আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পরের তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর এবং দক্ষিণের প্রায় সব জেলাতেই। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande