কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.) : টি-টোয়েন্টিতে দলীয় রানের ভাঙাগড়ার রেকর্ড চলছে। কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান করে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল ভারত। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছরে সর্বোচ্চ দলীয় রান করেছিল জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান।
তবে এবার সব রেকর্ড ভেঙে দিল ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফির দল বরোদা।
সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে বরোদা ও সিকিম। প্রথমে ব্যাট করে সিকিমের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে বরোদা।
প্রথম শ্রেণির ক্রিকেটে যা টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। বরোদার
ভানু পানিয়া ৪২ বলে সেঞ্চুরি আর ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ৫১ বলে ১৩৪ রান নিয়ে। তাঁর এই ইনিংসের সুবাদেই বরোদা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ল। মাত্র ১০.৩ ওভারেই দু'শ করে বরোদা।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি