মস্কো, ৫ ডিসেম্বর (হি. স.) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ইন্ডিয়া-ফার্স্ট’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির প্রশংসা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে রাশিয়া ভারতে বিভিন্ন উৎপাদনকেন্দ্র স্থাপন করবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার মস্কোতে বিনিয়োগ সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ওই মন্তব্য করেন পুতিন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগ গোটা বিশ্বে ভারতের অবস্থানকে যেভাবে শক্তিশালী করেছে, তাতে তিনি মুগ্ধ৷’
পুতিনের কথায়, ‘আমরা ভারতে বিভিন্ন উৎপাদন কারখানা স্থাপন করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত সরকার স্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। আমরা বিশ্বাস করি, ভারতে বিনিয়োগ করা লাভজনক।’ সেক্ষেত্রে রাশিয়ার বিভিন্ন কোম্পানি ভারতে তাদের সামগ্রী তৈরি করবে বলে জানিয়েছেন পুতিন। তিনি বলেছেন, ‘রাশিয়ান সংস্থা রোসনেফ্ট সম্প্রতি ভারতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।’
হিন্দুস্থান সমাচার / সোনালি