গোপালপুর বন্দর কিনে নিলো আদানি গোষ্ঠী
গোপালপুর, ২৬ মার্চ (হি. স.): বন্দর ব্যবসায় ক্রমেই নিজেদের আধিপত্য বৃদ্ধি করছে আদানি গ্রুপ। দেশের বৃহ
port


গোপালপুর, ২৬ মার্চ (হি. স.): বন্দর ব্যবসায় ক্রমেই নিজেদের আধিপত্য বৃদ্ধি করছে আদানি গ্রুপ। দেশের বৃহত্তম বাণিজ্যিক পোর্ট অপারেটর কোম্পানি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড বন্দর ব্যবসায় আরও জোর দিচ্ছে। মঙ্গলবার গৌতম আদানির কোম্পানি কিনে নিল ওড়িশার গোপালপুর বন্দর। এ নিয়ে ভারতের সাতটি সমুদ্র বন্দর হাতে এল আদানিদের হাতে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বন্দর ব্যবসায় নেমেছে আদানি গোষ্ঠী। ধামরা, কাট্টুপল্লি, কৃষ্ণপত্তনম, দিঘি, গঙ্গাবরম এবং করাইকাল বন্দরের পর ৩৩৫০ কোটি টাকায় গোপালপুর বন্দর কিনল আদানি গোষ্ঠী। গোপালপুর বন্দরের আগের মালিক গোষ্ঠী শাপুরজি পালনজি মঙ্গলবার তাদের অধীনে থাকা গোপালপুর বন্দর বিক্রির কথা ঘোষণা করে। এদিন গোপালপুর বন্দরের ৫৬ শতাংশ অংশীদারিত্ব আদানিদের বেচে দেয় শাপুরজি। আরেক অংশীদার ওড়িশা স্টিভেডোর্স লিমিটেডের কাছ থেকেও ৩৯ শতাংশ শেয়ার কিনে নেয় আদানি গোষ্ঠী। সব মিলিয়ে আদানি গোষ্ঠী গোপালপুর বন্দরের ৯৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছে।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande