লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ৯টি মনোনয়নপত্রই বৈধ : রিটার্নিং অফিসার
আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দাখিল করা মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা
লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ৯টি মনোনয়নপত্রই বৈধ : রিটার্নিং অফিসার


আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দাখিল করা মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়ন পত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হয় বৃহস্পতিবার।

পরীক্ষা নিরীক্ষা পর রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার ৯ টি মনোনয়নপত্রই বৈধ হিসাবে ঘোষণা করেন। তিনি আরও বলেন ৯টি মনোনয়নপত্রের মধ্যে ৫ টি মনোনয়নপত্র জমা দিয়েছে নির্দল প্রার্থী। ৪টি মনোনয়নপত্র রাজনৈতিক দলের। তার মধ্যে এস.ইউ.সি.আই, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, বিজেপি ও কংগ্রেস দলের প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে। ৩০ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দেন। তারপর পশ্চিম আসনের মোট প্রার্থীর সংখ্যা চূড়ান্ত হয়ে যাবে বলে জানান রিটার্নিং অফিসার।

প্রসঙ্গত, বুধবার তথা ২৭ মার্চ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী পশ্চিম ত্রিপুরা (সাধারণ) লোকসভা আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় ২০ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ ২৭ মার্চ, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ২৮ মার্চ ২০২৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ৩০ মার্চ ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল, ২০২৪৷ হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande