যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনের চলাচলের সময়সীমা বৃদ্ধি একমুখী স্পেশাল ট্রেনও চালু
গুয়াহাটি, ২৮ মার্চ (হি.স.) : যাত্রীর অতিরিক্ত ভিড় সামাল দিতে দুই জোড়া স্পেশাল ট্রেন নং. ০৭০৪৬/০৭০৪
Special trains


গুয়াহাটি, ২৮ মার্চ (হি.স.) : যাত্রীর অতিরিক্ত ভিড় সামাল দিতে দুই জোড়া স্পেশাল ট্রেন নং. ০৭০৪৬/০৭০৪৭ (সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ)এবং ট্রেন নং. ০৭০৩০/০৭০২৯(সেকেন্দ্রাবাদ-আগরতলা-সেকেন্দ্রাবাদ)-এর পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি বিদ্যমান পরিষেবার দিন, সময়সূচি এবং স্টপেজ-এর সাথে চলাচল করবে।

ট্রেন নং. ০৭০৪৬ (সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়) স্পেশাল-এর পরিষেবা প্রত্যেক সোমবারে চলাচলের জন্য ১ এপ্রিল থেকে ১৩ মে, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফেরৎ যাত্রার সময়, ট্রেন নং. ০৭০৪৭ (ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ) স্পেশাল-এর পরিষেবা প্রত্যেক বৃহস্পতিবারে চলাচলের জন্য ৪ এপ্রিল থেকে ১৬ মে, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

একইভাবে, ট্রেন নং. ০৭০৩০ (সেকেন্দ্রাবাদ-আগরতলা) স্পেশাল-এর পরিষেবা প্রত্যেক সোমবারে চলাচলের জন্য ১ এপ্রিল থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফেরৎ যাত্রার সময়, ট্রেন নং. ০৭০২৯ (আগরতলা-সেকেন্দ্রাবাদ) স্পেশাল-এর পরিষেবা প্রত্যেক শুক্রবারে চলাচলের জন্য ৫ এপ্রিল থেকে ২৮ জুন, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উভয় ট্রেনের জন্য জলপাইগুড়ি রোড স্টেশনে প্রদান করা অতিরিক্ত স্টপেজটি এই পরিষেবা বৃদ্ধির সময়কালেও অব্যাহত থাকবে।

তাছাড়াও, উৎসবের ভিড় সামাল দিতে একমুখী স্পেশাল ট্রেন নং. ০৫০১৩ (গোরখপুর-ডিমাপুর) ২৮ মার্চ, ২০২৪ তারিখে গোরখপুর থেকে ১৯:৫০ ঘন্টায় রওনা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। ট্রেনটি নিজের গন্তব্যস্থান ডিমাপুরে শনিবার ০৩:৪৫ ঘন্টায় পৌঁছাবে।

এই ট্রেনগুলির পরিষেবা সম্প্রসারণের ফলে সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা




 

 rajesh pande