ত্রিপুরা : চৈত্র মেলার স্টল বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আগরতলা পুর নিগমের অফিসে বিক্ষোভ ব্যবসায়ীদের
আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলা শহরে প্রতি বছরের মত এবারও চৈত্র মেলা বসতে চলেছে। অভিযোগ উঠ
ত্রিপুরা : চৈত্র মেলার স্টল বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আগরতলা পুর নিগমের অফিসে বিক্ষোভ ব্যবসায়ীদের


আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলা শহরে প্রতি বছরের মত এবারও চৈত্র মেলা বসতে চলেছে। অভিযোগ উঠেছে চৈত্র মেলার স্টল বণ্টনে অনিয়ম হয়েছে। এই অভিযোগ করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা পুর নিগমের অফসে বিক্ষোভ প্রদর্শন করেন বৃহস্পতিবার। ঘটনাকে কেন্দ্র করে পুর নিগমের কর্যালয়ে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দেয়

অভিযোগ, টাকার বিনিময়ে দেওয়া হয়েছে প্রায় দুই শতাধিক ভিটির টিকিট। আর ভোর তিনটা থেকে লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পরিশ্রমের জলাঞ্জলি দিলো ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রতিবাদে দুপুরের নাগাদ আগরতলা পুর নিগমে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, গত ২৬ মার্চ ভিটি বন্টনের টিকিট বিলি করা হয়। তারা এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর তাদের নিগম থেকে জানিয়ে দেওয়া হয় আর কোন টিকিট দেওয়া হবে না।

পরবর্তী সময়ে পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবার কবে নাগাদ থেকে দেওয়া হবে। শেষ পর্যন্ত ১২ ঘন্টা দাঁড়িয়ে থেকে পুলিশের তাড়া খেয়ে বাড়ি ফিরে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারপর বুধবার অর্থাৎ ২৭ মার্চ খবরের কাগজে ভিটি বন্টনের জন্য ফর্ম বিতরণ করার জন্য দিনক্ষণ জানিয়ে দেওয়া হয় ২৮ মার্চ। তারপর যথারীতি বৃহস্পতিবার ভোর তিনটা থেকে লাইনে এসে দাঁড়িয়ে থাকে ব্যবসায়ীরা।

সকাল নয়টা থেকে যখন ফর্ম বিল করা শুরু হয় তখন দেখা যায় ৬৭৯ টি ফর্মের মধ্যে ১৮০ টি ফর্ম শেষ হওয়ার পর সরাসরি চলে গেছে ৪০০ নম্বরে। সাথে সাথে শুরু হয় বিক্ষোভ। ব্যবসায়ীদের বক্তব্য, প্রায় ২০০টিকিট বিক্রি করার ফলে তারা টিকিট পায়নি। তাদের আরো অভিযোগ, ফর্ম জমার আগেই তারা অনেকের কাছে কূপন দেখেছে। এনিয়ে পুর নিগমের অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও নিগমের কর্মকর্তারা নানা ধরনের আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande