ভুল হাতে শাসন যাওয়ায় মাসের পর মাস কারফিউ সহ্য করতে হয়েছিল মুজফ্ফরনগরকে : যোগী আদিত্যনাথ
মুজফ্ফরনগর, ২৮ মার্চ (হি.স.): ভুল হাতে শাসন চলে যাওয়ার কারণে মাসের পর মাস কারফিউ সহ্য করতে হয়েছিল মু
যোগী আদিত্যনাথ


মুজফ্ফরনগর, ২৮ মার্চ (হি.স.): ভুল হাতে শাসন চলে যাওয়ার কারণে মাসের পর মাস কারফিউ সহ্য করতে হয়েছিল মুজফ্ফরনগরকে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের এক জনসভায় এ কথা বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, যখন আপনাদের ভোট ভুল হাতে চলে গিয়েছিল, তখন মুজফ্ফরনগরকে কয়েক মাস কারফিউ সহ্য করতে হয়েছিল।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, যখন আপনাদের ভোট সঠিক হাতে চলে গেল, তখন মুজফ্ফরনগরের 'কানওয়ার যাত্রা'র জন্য পরিচিত হতে শুরু করে। 'আর কারফিউ নয়। যখন আপনাদের ভোট ভুল হাতে চলে যায়, তখন শুধু মুজফ্ফরনগর নয়, গোটা পশ্চিম উত্তর প্রদেশ নৈরাজ্যের আগুনে নিক্ষিপ্ত হয় এবং পুরো এলাকার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে যায়। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল, মানুষ এখানে আসতে ভয় পেতেন। যখন আপনাদের ভোট সঠিক হাতে, সঠিক দলের কাছে গেল, তখন নৈরাজ্যের অবসান হল।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande