'স্বার্থান্বেষী গোষ্ঠী'র কায়েমি স্বার্থ নিয়ে অভিযোগ, ৬০০ আইনজীবী চিঠি লিখলেন প্রধান বিচারপতিকে
নয়াদিল্লি, ২৮ মার্চ (হি. স.): লোকসভা ভোটের আগে এবার এক ধাক্কায় ৬০০ জনেরও বেশি আইনজীবী চিঠি লিখলেন দে
court


নয়াদিল্লি, ২৮ মার্চ (হি. স.): লোকসভা ভোটের আগে এবার এক ধাক্কায় ৬০০ জনেরও বেশি আইনজীবী চিঠি লিখলেন দেশের প্রধান বিচারপতিকে। স্বার্থান্বেষী গোষ্ঠী চাপে ফেলতে চাইছে দেশের বিচার ব্যবস্থাকে। এই অভিযোগ তুলে এবার দেশের ৬০০ আইনজীবী চিঠি দিলেন প্রধান বিচারপতিকে।

জানা গেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়ে অভিযোগ করা হয়েছে, বিশেষ গোষ্ঠী দিনে দিনে বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা ভেঙে ফেলার চেষ্টা করছে। তাদের চাপের এই কৌশল রাজনৈতিক মামলাগুলির ক্ষেত্রে সুস্পষ্ট ভাবে ফুটে উঠছে বলেও অভিযোগ করা হয়েছে।

এরসঙ্গেই অভিযোগ করা হয়েছে, কিছু আইনজীবী দিনে রাজনীতিবিদদের হয়ে মামলা লড়ছেন, তাঁদের রক্ষা করছেন। কিন্তু তাঁরাই আবার রাতে সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। সূত্রের খবর, চিঠিতে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কিছু রাজনৈতিক নেতা বিচারের রায় তাঁদের বিরুদ্ধে গেলে তাঁরা বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। সমাজমাধ্যমকে হাতিয়ার করে বিচারব্যবস্থা, বিচারপতিদের চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে।

চিঠিতে অভিযোগ, এই ধরনের আইনজীবীরা সাধারণ মানুষের মন থেকে বিচারবিভাগের প্রতি আস্থা তুলে দেওয়ার চেষ্টা করছেন। আইনের স্বচ্ছ, নিরপেক্ষ প্রয়োগ ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। জানা গেছে, প্রধান বিচারপতির কাছে তাঁরা আর্জি জানিয়েছেন, ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহার করার এই প্রক্রিয়া বন্ধ করা হোক।

বলা বাহুল্য, লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা আইনজীবীদের এমন চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল, নির্বাচনী বন্ড, নির্বাচন কমিশনার নিয়োগ-সহ একাধিক মামলা রয়েছে শীর্ষ আদালতে। প্রত্যেকটি মামলা আগামী লোকসভা ভোটের সঙ্গে কোনও না কোনওভাবে সম্পর্কিত।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande