ইরান-ইজরায়েলের যুদ্ধের আবহে ধস নামল শেয়ার বাজারে
মুম্বই, ১৫ এপ্রিল (হি. স.) : ধস শেয়ার বাজারে। ইরান-ইজরায়েলের যুদ্ধের আবহে ধস নেমেছে শেয়ার বাজারে ।
ইরান-ইজরায়েলের যুদ্ধের আবহে ধস নামল শেয়ার বাজারে


মুম্বই, ১৫ এপ্রিল (হি. স.) : ধস শেয়ার বাজারে। ইরান-ইজরায়েলের যুদ্ধের আবহে ধস নেমেছে শেয়ার বাজারে । সোমবার সকাল হতেই পতন হতে শুরু করে শেয়ার দরের। দিনের শুরুতেই সেনসেক্সে ৭৩৬ পয়েন্ট পতন হয়ে নেমে দাঁড়ায় ৭৩,৫০৮-এ। অন্যদিকে নিফটির সূচকেও ২৩৪ পয়েন্ট পতন হয়ে নেমে দাঁড়িয়েছে ২২,২৮৫-এ। এর ফলে ক্ষতি হতে পারে লক্ষ কোটি টাকার। শেয়ার বাজারের এই অবস্থায় দুশ্চিন্তায় দালাল স্ট্রীটের লগ্নিকারীরা।

শেয়ার বাজার খোলার আগেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেকারণে সতর্ক হয়ে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন অর্থনীতিবিদরা। জানা গিয়েছে, টাটা মোটর্স, বাজাজ ফিনান্স সার্ভিস, টাটা স্টিল, বাজাজ ফিনান্স, এসবিআইয়ের মতো সংস্থার শেয়ারের দরে পতন ঘটেছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে শনিবার ইজরায়েলে ড্রোন হামলা চালায় ইরান। এর জেরেই ধস নেমেছে শেয়ার বাজারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সপ্তাহে বাজারের উপর একাধিক বিষয় নির্ভরশীল। দেশের পাইকারি মুদ্রাস্ফীতির তথ্য, চিনের জিডিপি বৃদ্ধির হার, মার্কিন উৎপাদন ইত্যাদি কারণে শেয়ার বাজারে প্রভাব পড়বে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande