ঠিকাদারের ওপর জুলুমবাজির অভিযোগ, দুর্গাপুরে রাষ্ট্রয়ত্ত গ্যাস বটলিং প্লান্টের সামনে বিক্ষোভ তৃণমূল শ্রমিকসংগঠনের সদস্যদের
দুর্গাপুর, ১৮ এপ্রিল (হি. স.) : নির্বাচনের আগে ফের তৃণমূল শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ক
ঠিকাদারের ওপর জুলুমবাজির অভিযোগ, দুর্গাপুরে রাষ্ট্রয়ত্ত গ্যাস বটলিং প্লান্টের সামনে বিক্ষোভ তৃণমূল শ্রমিকসংগঠনের সদস্যদের


দুর্গাপুর, ১৮ এপ্রিল (হি. স.) : নির্বাচনের আগে ফের তৃণমূল শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। কাঠমানি না দেওয়ায় বরাত পেয়েও কাজ হাতে নিতে পারছে না ঠিকাসংস্থা। তৃণমূল নেতাদেরই একাংশ ঠিকাদারদের কাছে কাটমানি চাইছেন। তার জেরেই কাজ হারিয়েছে গিয়েছে বলে অভিযোগ তুলেছেন শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।বৃহস্পতিবার কাজে পুনর্বহালের দাবিতে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার বটলিং প্ল্যান্টের গেটের সামনে বৃহস্পতিবার হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মচ্যুত হওয়া শ্রমিকরা। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আইএনটিটিইউসি নেতৃত্ব। তবে সুর চড়িয়েছে বিরোধীরা।

জানা গেছে, এদিন বিক্ষোভরত দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত জ্বালানি গ্যাসসংস্থার বোটলিং প্ল্যান্টে এসটিএফ বিভাগে কেউ পাঁচ বছর, কেউ সাত বছর ধরে কাজ করছিলেন। মাস ছয়েক হল তাঁদের কাজ চলে যায়। বারবার কর্তৃপক্ষ ও দলের নেতাদের বলার পরও কাজ না হওয়ায় এদিন প্লান্টের গেটের সামনে আন্দোলন শুরু করেন ৩০ জন অস্থায়ী কর্মী। তাদের দাবি সকলে নিজেদের আইএনটিটিইউসি সদস্য।

তাঁদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে নতুন টেন্ডার হয়ে গিয়েছে কাজের। ঠিকাদার দায়িত্ব বুঝেও নিয়েছেন। কিন্তু দলের শ্রমিক নেতৃত্বের একাংশ ওই ঠিকাদারের কাছে কাটমানি চেয়েছেন। সেই ভয়ে ঠিকাদার আসতে চাইছেন না। অন্যদিকে প্লান্ট কর্তৃপক্ষ বলছেন, যতক্ষণ না ঠিকাদার তাঁদেরকে লিখিত নামের তালিকা দিচ্ছেন, ততক্ষণ তাঁরা ঢুকতে দেবেন না তাঁদের। দুইয়ের মাঝে পড়ে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। কিভাবে সংসার চলবে মাথায় হাত পড়েছে তাদের। এতদিন বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হত। এবার লোকসভা ভোটের প্রাক্কালে শাসক দলের শ্রমিক সংগঠনের সদস্য সমর্থকেরাই তাঁদের কাজ চলে যাওয়ার জন্য দলীয় নেতৃত্বের একাংশর বিরুদ্ধে ঠিকাদারের ওপর জুলুমবাজি ও কাটমানি চাওয়াকে দায়ি করেছে। যদিও টাকা চাওয়ার অভিযোেগ ভিত্তিহীন দাবি করে আইএনটিটিইউসি নেতা কল্লোল ব্যানার্জি বলেন, কারও পদলেহন করে এঁরা কাজে ঢুকেছিলেন। কাজ ঠিকমতো করত না। কর্তৃপক্ষ অভিযোগ করছিল। এরা সংগঠনের কেউ নয়। সংগঠনের হলে, এভাবে নেতৃত্বকে না জানিয়ে আন্দোলন করত না।

হিন্দুস্থান সমাচার / জয়দেব




 

 rajesh pande