বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত দুবাই; বাতিল অনেক বিমান, চিন্তায় বহু ভারতীয় নাগরিক
দুবাই, ১৮ এপ্রিল (হি.স.): বৃষ্টি ও বন্যায় দুর্বিষহ অবস্থা দুবাইয়ে। এতটাই খারাপ পরিস্থিতি যে বিমান পর
চিন্তায় বহু ভারতীয় নাগরিক


দুবাই, ১৮ এপ্রিল (হি.স.): বৃষ্টি ও বন্যায় দুর্বিষহ অবস্থা দুবাইয়ে। এতটাই খারাপ পরিস্থিতি যে বিমান পরিষেবা প্রভাবিত হয়েছে। সে দেশে আটকে পড়া বহু ভারতীয় নাগরিক এখন চিন্তার মধ্যে রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, দুবাইয়ে ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে গতকাল দিল্লি বিমানবন্দর থেকে যাওয়া ও আসা অন্তত ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়াও গত সন্ধ্যায় ১০টি প্রস্থান এবং ৯টি আগমন বিমান বাতিল করা হয়েছে৷ উল্লেখ্য, মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে বন্যার ফলে রানওয়েতে জল জমে যাওয়ার কারণে বিমান পরিষেবা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গিয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande