বিজেপির দুই ভাই বামফ্রন্ট ও কংগ্রেস : কুণাল ঘোষ
কলকাতা, ১৮ এপ্রিল (হি.স.): কুণাল ঘোষ ফের তীর ছুড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দিকে। এ
কুণাল ঘোষ


কলকাতা, ১৮ এপ্রিল (হি.স.): কুণাল ঘোষ ফের তীর ছুড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দিকে। এবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন, বিজেপির দুই ভাই বামফ্রন্ট ও কংগ্রেস। আর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করে বলেছেন, অধীর চৌধুরী হলেন নরেন্দ্র মোদীর লোক। বৃহস্পতিবার কুণাল ঘোষ বলেছেন, বিজেপির দুই ভাই, বামফ্রন্ট ও কংগ্রেস। অধীর চৌধুরী পরাজিত হতে চলেছেনা এবং তাঁকে খবরে রাখতে বিজেপি তাঁকে দিয়ে প্রচার করছে।”

তৃণমূলের ইস্তেহার প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, দেশে জোটের শাসন চলছে। বিজেপিকে সরানো হবে এবং জোট ক্ষমতায় আসবে। সেই সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য ভূমিকা পালন করবেন এবং তৃণমূলের নিয়ন্ত্রণ থাকবে। তিনি যখন সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে কথা বলছেন, সমগ্র দেশে তা প্রভাব ফেলছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande