কেরলে কংগ্রেসের বৈধতার প্রয়োজন নেই বামেদের : পিনারাই বিজয়ন
মাল্লাপুরম, ১৮ এপ্রিল (হি.স.): ফের একবার কংগ্রেসের সমালোচনায় সরব হলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বি
পিনারাই বিজয়ন


মাল্লাপুরম, ১৮ এপ্রিল (হি.স.): ফের একবার কংগ্রেসের সমালোচনায় সরব হলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছেন, কেরলে কংগ্রেসের বৈধতার প্রয়োজন নেই বামেদের। পিনারাই বিজয়ন বলেছেন, বিজেপির বিরোধিতা করার জন্য কংগ্রেসের কোনও প্রকৃত আদর্শিক অথবা ব্যবহারিক প্রেরণার অভাব রয়েছে। বিজেপির সঙ্গে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা মূলত নির্বাচনী রাজনীতি এবং ক্ষমতার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ, বরং তা প্রকৃত মতাদর্শগত পার্থক্যের মধ্যে নিহিত। কংগ্রেস এমন একটি দলে পরিণত হয়েছে যা মূলত ক্ষমতার রাজনীতির মধ্যে আকর্ষণ লাভের দিকে মনোনিবেশ করেছে।

বৃহস্পতিবার মাল্লাপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরও বলেছেন, এটা হাস্যকর যে, একই কংগ্রেস দলের রাহুল গান্ধী এবং ভিডি সতীসান, তাঁরা প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী কেন মোদীর বিরুদ্ধে কথা বলেননি। প্রধানমন্ত্রী মোদীর বিপথগামী নীতির বিরোধিতা করার জন্য বামপন্থীদের কংগ্রেসের বৈধতার প্রয়োজন নেই।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande