বিজেপি দেশবাসীর ওপর এক ইতিহাস, এক দেশ ও এক ভাষা চাপিয়ে দিতে চায় : রাহুল গান্ধী
কান্নুর, ১৮ এপ্রিল (হি.স.) : ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্
রাহুল গান্ধী


কান্নুর, ১৮ এপ্রিল (হি.স.) : ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার কেরলের কান্নুরে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, বিজেপি দেশবাসীর ওপর এক ইতিহাস, এক দেশ ও এক ভাষা চাপিয়ে দিতে চায়। রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস এবং ইউডিএফ ভারতের বৈচিত্র্যকে মান্যতা দেয়। আমরা একাধিক ভাষা, একাধিক ঐতিহ্য, ভিন্ন ইতিহাস এবং দেশবাসীর বিভিন্ন অভিব্যক্তি স্বীকার করি।

এরপরই বিজেপিকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, বিজেপি ভারতীয় জনগণের ওপর এক ইতিহাস, এক দেশ এবং এক ভাষা চাপিয়ে দিতে চায়। উদাহরণস্বরূপ, আপনারা যদি কেরল থেকে মালায়ালামকে সরিয়ে দেন, তাহলে রাজ্যের একজন মা কীভাবে তাঁর সন্তানদের এই মহান ভূমির ইতিহাস ব্যাখ্যা করবেন? ...সুতরাং, এসবের প্রতিবাদ করছি আমরা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande