মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রা হামলার তোপ দিলীপের
দুর্গাপুর, ১৯ এপ্রিল (হি. স.) : মমতা ব্যানার্জী দাঙ্গা দাঙ্গা বলে মুসলমানদের উস্কানোর চেষ্টা করেছে
মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রা হামলার তোপ দিলীপের


দুর্গাপুর, ১৯ এপ্রিল (হি. স.) : মমতা ব্যানার্জী দাঙ্গা দাঙ্গা বলে মুসলমানদের উস্কানোর চেষ্টা করেছেন। অনেকবার করেছেন। তারা তাঁর প্ররোচনায় পা দিয়ে বদনাম হচ্ছে। পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পেরেছেন, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। তাদের সঙ্গে ধোকাবাজি হচ্ছে। তৃণমূল ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে রামনবমীতে পাথর, বোমা মেরেছে। বৃহস্পতিবার বর্ধমানের বীরহাটা বাজারের সামনে চা চক্রে যোগ দিয়ে এমনই তোপ দাগলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

প্রতিদিনের মতই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানের অফিসার্স কলোনির মাঠে প্রাত:ভ্রমণ করেন।তারপর সেখান থেকে বীরহাটা বাজারের সামনে চা চক্রে যোগ দেন। অন্যদিকে বৃহস্পতিবার ছিল দিলীপ ঘোষের জন্মদিন। তাই বর্ধমান সদর ৭ নম্বর মণ্ডল সভাপতি সোমনাথ দাস দিলীপ ঘোষকে জন্মদিনের উপহার হিসেবে একটি পেন উপহার দেন। সেখানেও তিনি রাফ এ্যাণ্ড ট্যাফ। তিনি বলেন, আমার জন্মদিনে ভুল করে একজন পেন উপহার দিয়েছেন। কিন্তু, আমার হাতে লাঠি থাকলে সবার ভালো লাগে। অনেক জেলায় তৃণমূল রামনবমী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এমনকি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদও হুনুমান মন্দিরে পুজো দিয়েছেন।

রামনবমী তৃণমূলের হাইজ্যাক করাকে পাল্টা কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, অনভ্যাসের ফোঁটা চড় চড় করে। বকধার্মিক। যারা জয় শ্রীরাম বললে জেলে ঢুকিয়ে দেয়। তাদের কেউ বিশ্বাস করবে না। লোককে বোকা বানানোর চেষ্টা করছে। মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রায় পাথর ও বোমাবাজির হয়। এদিন সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জী দাঙ্গা দাঙ্গা বলে মুসলমানদের উস্কানোর চেষ্টা করেছেন। অনেকবার করেছেন। পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পেরেছেন, তাঁর প্ররোচনায় পা দিয়ে বদনাম হচ্ছে। বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। তাদের সঙ্গে ধোকাবাজি হচ্ছে। জেলের মধ্যে ৯৫ শতাংশ ক্রিমিনাল কেসে ভর্তি মুসলিম ছেলেরা। লক্ষ লক্ষ মুসলিম ছেলেদের কেস দিয়েছে তৃণমূল। আর, মোদির রাজত্বে মিলে মিশে উন্নতি করতে হবে। তারাও উন্নয়নের সুবিধা পেয়েছেন। পশ্চিমবঙ্গের মুসলমানরা তৃণমূলকে এবারে ভোট দেবে না। বিরোধিতা করছে। তৃণমূল তাদের ভয় দেখাচ্ছে, উস্কানোর চেষ্টা হচ্ছে। তাই তৃণমূল ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে রামনবমীতে পাথর, বোমা মেরেছে। তিনি বলেন, মমতা ব্যানার্জী বিভাজনের রাজনীতি করেন। হিন্দু মুসলমান ভাগাভাগি করে ভোটে জেতেন। তিনি আরও বলেন, অনেক জায়গায় মুসলমানরাও রামনবমীতে অংশগ্রহন করেছে। সহযোগিতা করেছে। সম্প্রীতির পরিবেশ তৈরী করেছে। তৃণমূলের ইস্তেহার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল সারাজীবনেও কিছু করতে পারবে না। কেন্দ্রে তাদের আসতে হলে ২৭২ আসন দরকার। তার আর্ধেকও তাদের জোট পাবে না। তারা নোট বাতিল থেকে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করেছিল। কিছুই করতে পারেনি। দর্শকের ভুমিকায় ছিল। এবারও দর্শকের ভুমিকায় থাকবে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব




 

 rajesh pande