নদীয়ার ভাতজাংলা কালিপুর হাইস্কুলে চালু হল 'ওয়াটার বেল সিস্টেম'
নদীয়া,১৮ এপ্রিল (হি. স.) : নদীয়ার ভাতজাংলা কালিপুর হাইস্কুলে গরমের হাত থেকে ছাত্র-ছাত্রীদের খানিকটা
নদীয়ার ভাতজাংলা কালিপুর হাইস্কুলে চালু হল ‘ওয়াটার বেল সিস্টেম’


নদীয়া,১৮ এপ্রিল (হি. স.) : নদীয়ার ভাতজাংলা কালিপুর হাইস্কুলে গরমের হাত থেকে ছাত্র-ছাত্রীদের খানিকটা স্বস্তি দিতে এক অভিনব পদক্ষেপ ‘ওয়াটার বেল সিস্টেম’ চালু করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্কুল চলাকালীন তিন টাইমে তিনবার বেল বাজানো হচ্ছে। আর সঙ্গে সঙ্গে ক্লাসের প্রত্যেক ছাত্র-ছাত্রী নিজেদের জলের পাত্র থেকে জল খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজ্জিত সরকার, সহকারী প্রধান শিক্ষক শুভঙ্কর প্রামাণিক, সহকারী শিক্ষিকা চন্দনা দাস জানিয়েছেন, প্রবল গরমের হাত থেকে খানিকটা স্বস্তি দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে নাজেহাল বাঁকুড়া জেলাবাসী। অন্যান্য জেলাগুলোকে পিছনে ফেলে উষ্ণতার পারদে এগিয়ে এই জেলা। গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.১ ডিগ্রী সেলসিয়াস। এই অবস্থায় ক্ষুদে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ’ওয়াটার বেল’ পদ্ধতি চালু হল বাঁকুড়া গার্লস প্রাইমারী স্কুলেও।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande