অসমের পাঁচটি আসনে প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছে ৭১.৪৬ শতাংশ
গুয়াহাটি, ১৯ এপ্রিল (হি.স.) : অসমের পাঁচ আসন যথাক্রমে ডিব্রুগড়, যোরহাট, কাজিরঙা, শোণিতপুর এবং লখিমপ
Election_Representational image


গুয়াহাটি, ১৯ এপ্রিল (হি.স.) : অসমের পাঁচ আসন যথাক্রমে ডিব্রুগড়, যোরহাট, কাজিরঙা, শোণিতপুর এবং লখিমপুরে সাৰ্বিকভাবে ভোট পড়েছে ৭১.৪৬ শতাংশ। এদিকে কাজিরঙা আসনের অন্তর্গত শালপাড়া ভোটকেন্দ্ৰে কংগ্ৰেস এবং বিজেপি এজেন্টের মধ্যে সামান্য মারপিটের ঘটনা ছাড়া অন্য কোনও কেন্দ্ৰ থেকে অশান্তির খবর পাওয়া যায়নি। অসমে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে।

রাজ্য নির্বাচন দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, অসমে আজ প্ৰথম দফায় পাঁচটি লোকসভা আসনে অনুষ্ঠিত নির্বাচনে পুরুষদের তুলনায় মহিলা ভোটারদের অংশগ্রহণ নজর কেড়েছে।

পাঁচটি আসনের সর্বশেষ তথ্য দিয়ে নির্বাচন দফতরের সূত্র জানিয়েছে, ডিব্রুগড়ে ভোট পড়েছে ৭৯.২৬ শতাংশ। এভাবে যোরহাট আসনে ৭৬.৩৮, কাজিরঙায় ৬৯.৭১, শোণিতপুরে ৭১.৩৪ এবং লখিমপুরে ৬৮.৭১ শতাংশ ভোটদান হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, ডিব্রুগড় আসনে বিজেপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জলপরিবহণ এবং আয়ুষ দফতরের মন্ত্ৰী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ভোটের লড়াইয়ে রয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর লুরিনজ্যোতি গগৈ এবং আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী মনোজ ধানোয়ার। ওই আসনে ভোটের ময়দানে আছেন মোট ৩৫ জন।

যোরহাটে বিজেপির তপন গগৈ (বর্তমান সাংসদ) বনাম কংগ্রেসের গৌরব গগৈ (বর্তমান সাংসদ), কাজিরঙায় বিজেপির কামাখ্যা প্রসাদ তাসা (বর্তমান সাংসদ), কংগ্রেসের রোজলিনা তিরকি সহ ১১ জন, শোণিতপুরে বিজেপির রঞ্জিত দত্ত, কংগ্রেসের প্রেমলাল গাঞ্জু সহ আট এবং লখিমপুরে বিজেপির প্রদান বরুয়া (বর্তমান সাংসদ), কংগ্রেসের উদয় শংকর হাজরিকা সহ নয়জন ভোটের ময়দানে রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande