গান্ধীনগর থেকে মনোনয়ন জমা দিলেন অমিত শাহ, এনডিএ ৪০০ আসন অতিক্রম করবে বলে আশাবাদী
গাঙ্গীনগর, ১৯ এপ্রিল (হি.স.) : গুজরাটের গান্ধীনগর সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন কেন্দ্রীয় স্
গান্ধীনগর থেকে মনোনয়ন জমা দিলেন অমিত শাহ


গাঙ্গীনগর, ১৯ এপ্রিল (হি.স.) : গুজরাটের গান্ধীনগর সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শুক্রবার স্ত্রী সোনাল শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ অন্যান্য নেতৃবর্গের উপস্থিতিতে গান্ধীনগর লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মনোনয়ন পত্র পেশ করার পর তিনি বলেছেন, এই নির্বাচনে নরেন্দ্র মোদীকে ৪০০ 'পার' করিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করতে উৎসাহিত গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সারা বিশ্বে গৌরব অর্জন করেছে। দেশের জনগণ যে বছরগুলি দিয়েছে, তা ইউপিএ সরকারের তৈরি গর্তগুলি পূরণ করতে ব্যয় হয়েছে এবং এই পরবর্তী ৫ বছর একটি বিকশিত ভারত গড়ার ভীত স্থাপনের বছর হবে। আমি জনগণকে ভোট দেওয়ার এবং পদ্ম ফোটাতে আবেদন করছি। বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ৪০০ আসন অতিক্রমের লক্ষ্য অর্জনে আমাদের সফল করুন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande