উষ্ণতার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী, মাত্রাতিরিক্ত গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গে
কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): চড়া রোদ, পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদও। মাত্রাতিরিক্ত গরমে স্বাভাবিক
মাত্রাতিরিক্ত গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গে


কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): চড়া রোদ, পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদও। মাত্রাতিরিক্ত গরমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত সমগ্র দক্ষিণবঙ্গে, আবার বাঁকড়া, বীরভূম ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে প্রাণ ওষ্ঠাগত মানুষের। তীব্র গরমে পুড়ছে মহানগরী কলকাতাও। এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আগামী ২২ এপ্রিল, সোমবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়ও।

শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহেও আগামী সোমবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সেই কারণে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বেশ কিছু জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতা থাকতে পারে ৮০ থেকে ৯০ শতাংশ। দক্ষিণের অন্য জেলায় আর্দ্রতা থাকতে পারে ৭০ থেকে ৮০ শতাংশ। দিনের বেশির ভাগ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪০ শতাংশের বেশি থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সে কারণে অস্বস্তি থাকবে খুব বেশি।

বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও থাকবে গরম এবং অস্বস্তি। রবিবার পর্যন্ত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় হতে পারে তাপপ্রবাহ। এ সব জেলার কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণের বাকি জেলাগুলিতেও স্বস্তি মিলবে না। সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্কতা জারি কলকাতায়ও।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande