দেশে কংগ্রেসের সরকার থাকলে তেজস যুদ্ধবিমান আকাশের উচ্চতা ছুঁতে পারত না : প্রধানমন্ত্রী
দামোহ, ১৯ এপ্রিল (হি.স.): নির্বাচনী জনসভা থেকে ফের কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী ন
প্রধানমন্ত্রী


দামোহ, ১৯ এপ্রিল (হি.স.): নির্বাচনী জনসভা থেকে ফের কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মধ্যপ্রদেশের দামোহের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস ভারতের প্রতিরক্ষা সেক্টরকে কয়েক দশক ধরে দুর্বল করে রেখেছে। কংগ্রেস সরকার সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনার সময় নিজেদের সুবিধার দিকে আরও মনোযোগ দিয়েছে। এই লোকেজন নিজেদের সমস্ত শক্তি দিয়ে দেশের বায়ুসেনাকে দুর্বল করার এবং রাফাল বিমান থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিল। এখন দেশে কংগ্রেসের সরকার থাকলে ভারতে তৈরি তেজস যুদ্ধবিমান আকাশের উচ্চতা ছুঁতে পারত না।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, বিজেপি সরকার ভারতীয় সেনাবাহিনীকে স্বনির্ভর ও ক্ষমতায়িত করেছে। বর্তমানে ভারত এমন একটি দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে যা অন্যান্য দেশে অস্ত্র রফতানি করে। গত বছরে ভারত অন্যান্য দেশের কাছে ২১ হাজার কোটি টাকার অস্ত্র বিক্রি করেছে। ভারতও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রফতানির দিকে এগোচ্ছে। কিছু সময়ের মধ্যেই ব্রহ্মোস মিসাইলের প্রথম চালান যাচ্ছে ফিলিপিন্সে। এ জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande