'রেকর্ড সংখ্যক ভোট দিন', দেশবাসীর কাছে ৬টি ভাষায় আবেদন প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): ঘড়ির কাঁটায় সকাল তখন ৭টা, দেশজুড়ে শুরু হয় লোকসভা নির্বাচনের প্রথম দফ
‘রেকর্ড সংখ্যক ভোট দিন’


নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): ঘড়ির কাঁটায় সকাল তখন ৭টা, দেশজুড়ে শুরু হয় লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ভোট শুরুর ঠিক আগেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইংরেজি, হিন্দি, তামিল, মরাঠী, বাংলা এবং অসমিয়া— মোট ৬ ভাষায় পোস্ট করেন তিনি।

মোদী তাঁর পোস্টে লেখেন, ‘‘ভোটারদের প্রতি আমার আবেদন রেকর্ড সংখ্যক ভোটদানের। বিশেষ করে তরুণ ও প্রথম বারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই। সর্বোপরি, প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে আর প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই আর্জি জানান ভোটারদের কাছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande