প্রথম দফাতেই ভাগ্যপরীক্ষা বহু তারকা প্রার্থীর
নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি. স.): শুক্রবার প্রথম দফার লোকসভা নির্বাচন। প্রথম ধাপে মোট ২১টি রাজ্য ও কেন্
vote


নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি. স.): শুক্রবার প্রথম দফার লোকসভা নির্বাচন। প্রথম ধাপে মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি কেন্দ্রে ভোট। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। উত্তর-পূর্বের রাজ্য়গুলিতে দুপুর ৩টে ও দেশের বাকি কেন্দ্রগুলিতে সন্ধে ৬টায় ভোট গ্রহণ শেষ হবে। শুক্রবার প্রথম দফার ভোট রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি, কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলির বহু তারকা প্রার্থীর ভাগ্য পরীক্ষা এদিন।

একনজরে তারকা প্রার্থীদের তালিকা

মহারাষ্ট্রের নাগপুর আসন থেকে লোকসভার বিজেপি প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। এই নিয়ে টানা তৃতীয়বার তিনি এই আসন থেকে দাঁড়ালেন৷

কোয়েম্বাটোর লোকসভা আসন থেকে দাঁড়িয়েছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই। তাঁর বিরুদ্ধে লড়ছেন ডিএমকে নেতা গণপতি পি রাজকুমার এবং এআইএডিএমকে-র সিংগাই রামচন্দ্রন।

জিতিন প্রসাদ হলেন বিজেপির আরেক বড় মুখ, প্রথম দফার ভোটেই তাঁর ভাগ্যপরীক্ষা হচ্ছে ৷ উত্তর প্রদেশের পিলভিট কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। এর আগে এই কেন্দ্র থেকে দুইবারের সাংসদ ছিলেন বরুণ গান্ধী।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জি বিহারের গয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী তাঁর সমর্থনে প্রচারে গিয়েছিলেন।

লোকসভা নির্বাচনে প্রথম দফায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ লড়ছেন ছিন্দওয়াড়া আসন থেকে। তিনি প্রথম দফার ভোটের ধনীতম প্রার্থী।

কংগ্রেস নেতা এবং শিবগঙ্গার সাংসদ কার্তি চিদাম্বরম এবারও শিবগঙ্গা আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্র থেকে তাঁর বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি. চিদাম্বরম সাতবার জিতেছিলেন।

তেলঙ্গানার রাজ্যপাল ও পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে পা রেখেছেন তামিলিসাই সৌন্দররাজন। চেন্নাই দক্ষিণ লোকসভা আসন থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি।

ডিএমকে সাংসদ দয়ানিধি মারান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিলনাড়ুর চেন্নাই সেন্ট্রাল লোকসভা আসন থেকে। তিনিও তারকা প্রার্থী।

বিজেপি নেতা এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল রাজস্থানের বিকানির লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছেন৷ তিনি বিকানির আসন থেকে তিনবার সাংসদ হয়েছেন এবং এই নিয়ে চতুর্থবার তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও তারকা প্রার্থীর তালিকায় আছেন বিজেপির কিরণ রিজিজু, ভূপেন্দ্র যাদব প্রমুখ।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande