প্রথম লেগে বর্ণবাদের অভিযোগে বার্সেলোনাকে উয়েফার জরিমানা
বার্সেলোনা, ১৯ এপ্রিল (হি.স.): পিএসজির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে বার্সা সমর্থকদের বর্ণ
uefa


বার্সেলোনা, ১৯ এপ্রিল (হি.স.): পিএসজির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে বার্সা সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে শাস্তি দিয়েছে উয়েফা।

শুধু তাই নয়, আতশবাজি ফাটিয়ে স্টেডিয়ামটির ক্ষতি করার জন্য ক্লাবটির সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেছে উয়েফা। আর এর জন্য স্প্যানিশ ক্লাবটিকে ৩২ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

এই জরিমানার পাশাপাশি আরো একটি শাস্তি দেওয়া হয়েছে বার্সেলোনাকে। বলা হয়েছে উয়েফার প্রতিযোগিতায় নিজেদের পরের ম্যাচের অ্যাওয়ে টিকেট নিজেদের সমর্থকদের মধ্যে বিক্রি করতে পারবে না বার্সেলোনা।

এইসব ক্ষয়ক্ষতি মেটানোর জন্য পিএসজির সঙ্গে আলোচনা করে মীমাংসা করতে বার্সেলোনাকে ৩০ দিন সময় দিয়েছে উয়েফা।

হিন্দুস্থান সমাচার / শান্তি




 

 rajesh pande