কংগ্রেস শিবিরে ফের ধাক্কা, হাত ছেড়েই বিজেপিতে যোগ দিলেন প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ তাজিন্দর
নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): লোকসভা ভোটের আবহে কংগ্রেস শিবিরে ফের ধাক্কা। এবার কংগ্রেসের সঙ্গে সমস্
কংগ্রেস শিবিরে ফের ধাক্কা


নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): লোকসভা ভোটের আবহে কংগ্রেস শিবিরে ফের ধাক্কা। এবার কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন তাজিন্দর সিং বিট্টু। হিমাচল প্রদেশে সর্বভারতীয় কংগ্রেস কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বিট্টু, তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। শনিবার আচমকাই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। পাশাপাশি হিমাচল প্রদেশে সর্বভারতীয় কংগ্রেস কমিটির ভারপ্রাপ্ত সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।

কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শেষ করার দিনই বিজেপিতে যোগদান করেছেন বিট্টু। শনিবার সকালে দিল্লিতে বিজেপি কার্যালয়েও তাঁকে দেখা যায়, সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল। এরপরই দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তিনি। বিজেপিতে যোগদানের পর তাজিন্দর সিং বিট্টু বলেছেন, আমি প্রায় ৩৫ বছর ধরে কংগ্রেস দলে কাটিয়েছি এবং এখন আমি অনুভব করছি কংগ্রেস পার্টি মূল বিষয়গুলি থেকে বিচ্যুত হয়েছে। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। পঞ্জাবের উন্নতির জন্য, আমি বিজেপিতে যোগ দিয়েছি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande