মৈনপুরীতে ট্রাক ও ট্রাক্টর-ট্রলির সংঘর্ষে মৃত ৪ মহিলা, আহত কমপক্ষে ২৩ জন
মৈনপুরী, ২০ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মৈনপুরীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। শনিবার ভোর
ট্রাক্টর-ট্রলির সংঘর্ষে মৃত ৪ মহিলা


মৈনপুরী, ২০ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মৈনপুরীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। শনিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দ্বারকাপুরী কাটের কাছে ভোগাঁও থানার অধীনে ৩৪ নম্বর জাতীয় সড়কে। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক্টর-ট্রলি, সেই ট্রাক্টর-ট্রলির পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। পুলিশ সুপার বিনোদ কুমার বলেছেন, বীরেন্দ্র সিং নামে এক ব্যক্তি ভোর সাড়ে চারটে নাগাদ ফিরছিলেন। তাঁদের ট্রলিটি রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা ছিল, একটি ট্রাক সেই ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মোট ২৩ জন আহত হয়েছে এবং ৪ জন মারা গিয়েছেন। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পলাতক।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, বীরেন্দ্র সিংয়ের মেয়ে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে এবং একটি অনুষ্ঠানে অংশ নিতে তাঁরা বিচুয়া জেলায় এসেছিলেন। অনুষ্ঠান থেকে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রলিটিতে মহিলাদের পাশাপাশি শিশুও ছিল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন মহিলার, আহত ২৩ জনের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande