নাটকের যবনিকা, কথিত অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে মুক্ত ডিমা হাসাওয়ের প্রসেনজিৎ নাইডিং
হাফলং (অসম), ২০ এপ্রিল (হি.স.) : ৪৮ ঘণ্টার মধ্যেই কথিত অপহরণ নাটকের যবনিকা পড়েছে। বিজেপি নেতা তথা উত
Abducted Prasenjit released by militants, said SP Mayank Kumar


হাফলং (অসম), ২০ এপ্রিল (হি.স.) : ৪৮ ঘণ্টার মধ্যেই কথিত অপহরণ নাটকের যবনিকা পড়েছে। বিজেপি নেতা তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য মনজিৎ নাইডিঙের ছোট ভাই কথিত অপহৃত প্রসেনজিৎ নাইডিংকে মুক্তি দিয়েছে সন্দেহভাজন ইউনাইটেড ডিমাসা লিবারেশন আর্মি সংক্ষেপে ইউডিএলএ জঙ্গিরা।

শুক্রবার রাত ৮-টা নাগাদ লামডিং ও মান্দারডিসার মধ্যবর্তী রিজার্ভ ফরেস্টে জঙ্গিরা নাইডিংকে মুক্ত করে দেয়। এর পর ডিমা হাসাও পুলিশ ওই জঙ্গল থেক প্রসেনজিৎকে উদ্ধার করেছে। আজ শনিবার এক সাংবাদিক সম্মেলন করে ডিমা হাসাও জেলার পুলিশ সুপার এ খবর জানিয়ে বলেন, প্রসেনজিৎ নাইডিংকে কোনও উগ্রপন্থী সংগঠন তার থাইজোয়ারি বাসভবন থেকে বন্দুকের নলের মুখে অপহরণ করে নিয়ে যায়নি। সমগ্র অপহরণের চিত্রনাট্য খোদ প্রসেনজিৎ নাইডিং ও তার বন্ধু সাতিলজিৎ নাইডিং তৈরি করেছিল।

পুলিশ সুপার বলেন, ১৬ এপ্রিল প্রসেনজিৎ নাইডিঙের বিয়ে হয়। ১৭ এপ্রিল প্রসেনজিতের থাইজোয়ারির বাড়িতে বিবাহ সম্পর্কিত রীতিনিয়ম চলছিল। রাত ২-টা নাগাদ প্রসেনজিতের বন্ধু সাতিলজিৎ নাইডিং তার মারুতি গাড়ি করে ডিমাপুরের উদ্দেশ্যে রওয়না দেয়।

তিনি বলেন, ডিমাপুর যাওয়ার পথে নাগাল্যান্ড সীমান্তে তাদের গাড়ি লাহরিজানে পুলিশ তল্লাশি চালায় এবং তাদের কাছ থেকে পুলিশ ফাইনও কাটে যার ভিডিও ফুটেজ ও রসিদ ডিমা হাসাও পুলিশের হাতে এসেছে। প্রসেনজিৎকে উদ্ধারের পর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ এই তথ্য উদ্ধার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার ময়ঙ্ক কুমার আরও বলেন, গত ১৮ মে পুলিশের কাছে খবর আসে, প্রসেনজিৎ নাইডিং সন্ধানহীন হয়ে গেছে। ওই খবর পেয়ে পুলিশ তদন্তে নামে। তার পর ১৮ এপ্রিল সন্ধ্যা ছয়টায় প্রসেনজিতের বড় ভাই মনজিৎ নাইডিঙের মোবাইলে ডিমাপুর (নাগাল্যান্ড) থেকে হেম্বানন পর্বসা ওরফে এক্সোর ফোন আসে যে প্রসেনজিৎ তাদের চ্যালেঞ্জ জানানোয় তাকে অপহরণ করা হয়েছে এবং সে এখন তাদের কাছে রয়েছে। তাই এ বিষয়ে পুলিশকে খবর দিলে প্রসেনজিতের ক্ষতি হবে বলে।

এ তথ্য পেয়ে উমরাংসোর এসডিপিও এবং দিয়ুংমুখ থানার ওসি ডিমাপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সহযোগিতায় অভিযান শুরু করেন। এতে চাপে পরে সন্দেহভাজন ইউডিএলএ জঙ্গিরা প্রসেনজিৎকে ডিমাপুর রেলস্টেশনে ছেড়ে দেয়। সেখান থেকে ট্রেনে লামডিং ফিরে প্রসেনজিৎ তার দাদাকে ফোন করে এবং তার পর মান্দারডিসা থানার ওসি লামডিং থেকে প্রসেনজিৎকে উদ্ধার করে হাফলং নিয়ে আসে রাত ১২টায়। তার পর তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর প্রসেনজিৎ পুলিশকে জানায়, তার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল। তাই সে ডিমা হাসাও জেলা ছেড়ে অন্যত্র যেতে চাইছিল। সাতিলজিৎ নাইডিঙের সঙ্গে মিলে সে এই চিত্রনাট্য তৈরি করেছিল সমস্যা থেকে দূরে থাকতে এবং মানুষের সহানুভূতি আদায় করতে।

পুলিশ সুপার বলেন, সাতিলজিৎ নাইডিঙের সঙ্গে আগে থেকেই হাম্বানন পর্বসার যোগাযোগ ছিল। তাই প্রসেনজিৎ নাইডিংকে ডিমাপুর নিয়ে যাওয়ার পর তার মুখ হাত চোখ বেঁধে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়। এই ছবিতে দেখা যায় প্রসেনজিৎ নাইডিঙের পাশে দুই জঙ্গি, একজনের হাতে একে ৪৭ রাইফেল ও একজনের হাতে পিস্তল, বলেন পুলিশ সুপার। তবে প্রসেনজিৎ নাইডিং ও সাতিলজিৎ নাইডিং যে মারুতি গাড়ি নিয়ে ডিমাপুর গিয়েছিল সেই গাড়ি নাগাল্যান্ডের দয়াপুর থেকে ডিমাপুর পুলিশের সহযোগিতায় উদ্ধার করেছে ডিমা হাসাও পুলিশ। তবে অপহরণের যে চিত্রনাট্য তৈরি করেছিল, সেই অপরধে প্রসেনজিৎ নাইডিঙের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলেন পুলিশ সুপার।

ময়ঙ্ক কুমার বলেন, নাগাল্যান্ডে থেকে হাম্বানন পর্বসা একটি জঙ্গি দল তৈরি করার চেষ্টা করছে, তাদের হাতে অস্ত্র রয়েছে ঠিকই, তবে হাম্বানন কেম্প্রাই যদি মূলস্রোতে ফিরে আসতে চায় বা পুলিশের কাছে আত্মসমর্পণ করে তা-হলে পুলিশ তাদের স্বাগত জানাবে। আর যদি অপহরণ তোলাবাজি ইত্যাদি অপরাধজনিত কাণ্ড চালিয়ে যায় তা-হলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এসপি ময়ঙ্ক কুমার ডিমা হাসাও জেলার যুব সমাজের কাছে আহ্বান জানান, তারা যাতে কোনও অবস্থায় এ ধরনের রাস্তায় পা না বাড়ান। কারণ এতে ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই এ-থেকে দূরে থাকার জন্য যুব সমাজের কাছে আহ্বান জানান পুলিশ সুপার। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী রাজ্য এদের এভাবে থাকার সুবিধা করে দিয়ে ব্যবহার করছে। তাই এ ধরনের রাস্তা থেকে ফিরে আসার জন্য বিপথে পরিচালিত যুবকদের কাছে আবেদন জানিয়েছেন পুলিশ সুপার ময়ঙ্ক কুমার। সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।

হিন্দুস্থান সমাচার / নিরূপম / সমীপ




 

 rajesh pande