কংগ্রেসকে নিশানা অমিত শাহের, রাজস্থানের সব আসনে বিজেপিকে জয়যুক্ত করার আহ্বান
কোটা, ২০ এপ্রিল (হি.স.) : কংগ্রেস উন্নয়ন-বিরোধী, এই ভাষাতেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন
কংগ্রেসকে নিশানা অমিত শাহের


কোটা, ২০ এপ্রিল (হি.স.) : কংগ্রেস উন্নয়ন-বিরোধী, এই ভাষাতেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শনিবার রাজস্থানের কোটায় বিজয় সংকল্প মহাসম্মেলনে অমিত শাহ বলেছেন, ২০১৪ ও ২০১৯ সালে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলাম; ৩৭০ ধারা বাতিল, রামমন্দিরের নির্মাণ, সিএএ বাস্তবায়ন করে আমরা তা ব্যবহার করেছি। লোকসভার স্পিকার ওম বিড়লার সমর্থনে এদিন জনসভায় অমিত শাহ বলেছেন, বিড়লা জিকে দেওয়া আপনাদের প্রতিটি ভোট সরাসরি মোদীজির কাছে যাবে। রাজস্থানের ২৫টি আসনেই পদ্ম ফোটাতে হবে।

অমিত শাহ আরও বলেছেন, প্রথম পর্যায়ে রাজস্থানের ১২টি আসনে নির্বাচন হয়েছে, যেখানে কংগ্রেস সবকটি আসনেই হারতে চলেছে। কিন্তু এখনও ১৩টি আসন বাকি আছে, আপনাদের যা করতে হবে তা হল কংগ্রেস যেন খাতা খুলতেই না পারে। অমিত শাহ বলেছেন, কংগ্রেস একটি উন্নয়ন বিরোধী দল। রাজস্থানের গেহলট সরকার ইস্টার্ন রাজস্থান ক্যানেল প্রজেক্ট (ইআরসিপি)-কে ৫ বছর এগোতে দেয়নি। রাজ্যে ভজন লাল শর্মার ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর, মাত্র ৩ মাসের মধ্যে আমরা একটি চুক্তি স্বাক্ষর করেছি এবং ইআরসিপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande