এই হল 'অচ্ছে দিন', মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করলেন অভিষেক
উত্তর দিনাজপুর, ২০ এপ্রিল (হি.স.) : শনিবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে সভা করলেন দলে
এই হল ‘অচ্ছে দিন’, মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করলেন অভিষেক


উত্তর দিনাজপুর, ২০ এপ্রিল (হি.স.) : শনিবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে সভা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলতে গিয়ে জানান, ১০ বছর আগে খাদ্য, জরুির পণ্যের কী দাম ছিল, আর এখন কী হয়েছে। ১১০ টাকার চা পাতা এখন ২৮০ টাকা। এই হল ‘অচ্ছে দিন’। অভিষেক বলেন, ‘‘প্রধানমন্ত্রী মন কি বাত করেন। গত পাঁচ বছরে বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ এসে কি জিজ্ঞেস করেছিল, কিছু প্রয়োজন? খাবেন? অনেক লোক বাইরে আটকে ছিলেন লকডাউনে। তাঁদের ফিরিয়ে আনার জন্য কেউ কোনও পদক্ষেপ করেছিলেন?’’

অভিষেক বলেন, ‘‘ভূমিকম্প দিল্লিতে আসা চাই। যাঁরা ভাগাভাগির কথা বলে, হিন্দু-মুসলমানকে লড়াই করায়, দাঙ্গা করায়, তাঁদের সরাতে হবে। মোদী বলেন ৪০০ পার। আমি বলি, ওঁদের ৪০৪ ভোল্টের ঝটকা দেওয়া উচিত। যাঁরা আপনার ভোট নিয়ে আপনার উপর জুলুম করে, তাঁদের জবাব দেওয়া উচিত।’’ তিনি বলেন, ‘‘তৃণমূল শুধু ঈশ্বর, আল্লার সামনে নত হয়। দিল্লির সামনে নয়।’’

অভিষেক বলেন, ‘‘বিজেপির স্থানীয় সাংসদ দু’বছর কেন্দ্রের মন্ত্রী ছিলেন। একটাও প্রকল্প কি এনেছিলেন? এখানকার বিজেপি সাংসদ এবার দক্ষিণ কলকাতায় গিয়েছেন লড়তে। এখানকার সাধারণ মানুষ, এমনকি বিজেপি নেতারাও তাঁকে দেখেননি। তিনি এবার দক্ষিণ কলকাতায় কড়া জবাব পাবেন।’’অভিষেক বলেন, ‘‘২০১৪ সাল পর্যন্ত এখানে সাংসদ ছিলেন কংগ্রেস। তার পরের বার সিপিএমের। গত বার মানুষকে ভুল পথে চালিত করেছেন মহম্মদ সেলিম এবং দীপা দাশমুন্সি। এই ভোট তৃণমূল পেলে তৃণমূলের প্রার্থী জিতত। ২০১৯ সালে আসলে বিজেপির হাত মজবুত করেছেন ওরা। ’’ অভিষেক আরও বলেন, ‘‘পরের বার আরও বড় ময়দানের ব্যবস্থা করতে বলব রব্বানি ভাইকে। যে ভাবে জনসমাগম বেড়েছে এখানে। এই প্রথম বার রায়গঞ্জে জিততে চলেছে তৃণমূল।’’বালুরঘাটে পথযাত্রাও করার কথা তাঁর। এই আসনে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande