বিজেপি আসলে মানুষের কষ্ট বোঝে না, গাজোলে তোপ মমতার
মালদা, ২০ এপ্রিল, (হি.স.): “বিজেপি আসলে মানুষের কষ্ট বোঝে না। ওঁরা সারা দেশে ঘুরে বেড়াবে, পার্টির
বিজেপি আসলে মানুষের কষ্ট বোঝে না, গাজোলে তোপ মমতার


মালদা, ২০ এপ্রিল, (হি.স.): “বিজেপি আসলে মানুষের কষ্ট বোঝে না। ওঁরা সারা দেশে ঘুরে বেড়াবে, পার্টির হয়ে প্রচার করবে। আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয়। মোদী প্লেন ব্যবহার করেন। সব সুবিধা নেন।’ শনিবার মালদার গাজোলের জনসভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবারের মত শনিবারও তিনি স্পষ্ট করেন পশ্চিমবঙ্গে ‘ইন্ডিয়া’ নেই। তিনি বলেন, “দিল্লিতে সরকার গড়ব আমরা। তখন আমরা মনে রাখব আমরা আইএনডিআই জোটকে সাপোর্ট করব। বাংলায় নয়। আইএনডিআই জোট আমি তৈরি করেছিলাম। মনে রাখবেন সিপিএম-কংগ্রেসকে একটাও ভোট দেবেন না। এটা বিজেপির খেলা।”

মুখ্যমন্ত্রী বলেন, ওদের নীতি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে যাতে বিজেপির ভোটটা ভাল হয়। ভোট কাটো সিপিএমের নামে যাতে বিজেপির ভোটটা ভাল হয়। ওরা সারা ভারতবর্ষে লড়ুক আমার কোনও আপত্তি নেই যেখানে আমরা লড়ছি না।

৭ মে ভোট রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণে। ভোট প্রচারে ঝড় তুলতে শনিবার তিনি মালদায় পা রাখেন। গাজোলে বক্তৃতা দেন মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande