নদিয়ার কালীগঞ্জে সোনার দোকানে বিস্ফোরণ
নদিয়া, ২০ এপ্রিল, (হি.স.): শনিবার সকালে কালীগঞ্জ থানা এলাকায়। এক বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
নদিয়ার কালীগঞ্জে সোনার দোকানে বিস্ফোরণ


নদিয়া, ২০ এপ্রিল, (হি.স.): শনিবার সকালে কালীগঞ্জ থানা এলাকায়। এক বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। উড়ে যায় বন্ধ থাকা গয়নার দোকানের শাটার। ঝলসে যান মালিক। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি দোকান এবং বাড়ি।

সূত্রে খবর, দেবগ্রামের বাসিন্দারা আচমকা বিকট শব্দে চমকে ওঠেন। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, স্থানীয় সোনার দোকান থেকে বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে রয়েছে তার শাটার। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে দোকানঘরের ছাউনি। ধোঁয়ায় ঢেকে রয়েছে দোকানঘর। স্থানীয়েরা দোকানের ভিতরে গিয়ে দেখেন কার্যত ঝলসানো অবস্থায় পড়ে রয়েছেন দোকানমালিক শহিদুল শেখ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে।

আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। যদিও বিস্ফোরণের নির্দিষ্ট কোনও কারণ জানা যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেবগ্রাম বাসস্ট্যান্ডের কাছে শহিদুলের দোকান। মূলত গয়না পালিশের কাজ হয় সেখানে। রাতে দোকানেই থাকতেন শহিদুল। ভোরে হঠাৎই বিস্ফোরণে ধ্বংসস্তুপের চেহারা নেয় দোকানঘরটি। দোকানমালিক গুরুতর জখম হয়েছেন। আশপাশের আরও আটটি দোকান এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। তবে কী ভাবে এই বিস্ফোরণ হল, তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দোকানঘরে থাকা সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande