বিজেপিতে যোগ দিলেন তিনবারের কংগ্রেস বিধায়ক হরি বল্লভ শুক্লা
ভোপাল, ২০ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের শিবপুরীতে বড় ধাক্কা খেল কংগ্রেস। এখানকারের তিনবারের বিধায়
 বিজেপিতে যোগ দিলেন তিনবারের কংগ্রেস বিধায়ক হরি বল্লভ শুক্লা


ভোপাল, ২০ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের শিবপুরীতে বড় ধাক্কা খেল কংগ্রেস। এখানকারের তিনবারের বিধায়ক হরি বল্লভ শুক্লা শনিবার ভোপালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মোহন যাদবের সামনেই বিজেপির সদস্যপদ গ্রহণ করেন শুক্লা। ওঁনার ছেলে জেলা কংগ্রেস সহ-সভাপতি অলোক শুক্লাও কংগ্রেস দল ত্যাগ করেন।

কংগ্রেস দলের অনেকের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিজেপির নরোত্তম মিশ্র বলেছেন, কংগ্রেস দলের ভাঙার সময় এসে গিয়েছে। তিনি শুক্রবার সাংবাদিকদের আরও বলেন, কংগ্রেস এখন হেরিটেজ ভবনে পরিণত হয়েছে যেখানে কেউ থাকতে চায় না। কংগ্রেসের অবস্থা এখন এমন হয়েছে যে এই দল কাউকে আশ্রয় দিতে পারে না।এখনও পর্যন্ত ৪ লক্ষেরও বেশি মানুষ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং দলের নেতারা হরিবল্লভ শুক্লা এবং তাঁর ছেলে অলোক শুক্লাকে দলীয় উত্তরীয় পড়িয়ে বিজেপি দলে স্বাগত জানান।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande