উত্তর প্রদেশের উন্নাওতে জমিতে ফসল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কৃষকের
উন্নাও, ২০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের উন্নাও শহরে জমিতে ফসল তুলতে গিয়ে কৃষকের বিদ্যুৎস্পৃষ্ট হয়
উত্তর প্রদেশের উন্নাওতে জমিতে ফসল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কৃষকের


উন্নাও, ২০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের উন্নাও শহরে জমিতে ফসল তুলতে গিয়ে কৃষকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা। গত এক সপ্তাহের পরিসংখ্যান দেখলে জানা যাবে যে হাই টেনশন লাইন থেকে স্ফুলিঙ্গ পড়ার কারণে শত শত একর গমের ফসল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এরমধ্যে শনিবার মাঠে গম কাটতে আসা এক কৃষক বিদ্যুতের তারে ছিটকে পড়ে মৃত্যু হয়। ঘটনার পর গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে রয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশিওয়ান থানা এলাকার মুন্নুখেদা গ্রামের বাসিন্দা দিনেশ সিং (৬৫) মতলবপুর গ্রামের মাঠে গম কাটতে এসেছিলেন। আচমকাই বৈদ্যুতিত তার থেকে শক লাগে কৃষকের। ফতেপুর ৮৪ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কৃষকের মৃত্যুর পর গ্রামবাসীর মধ্যে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande